থার্ড আই আর্টিস্ট গ্রুপ উদ্যোগে পূর্ব মেদিনীপুরের দীঘাতে আর্ট ওয়ার্কশপ ও চিত্র প্রদর্শনী!

নিজস্ব সংবাদদাতা : গত বৃহস্পতিবার ও শুক্রবার ১৫ ও ১৬ মে থার্ড আই আর্টিস্ট গ্রুপ উদ্যোগে পূর্ব মেদিনীপুরের দীঘাতে আর্ট ওয়ার্কশপ ও চিত্র প্রদর্শনী আয়োজন করা হলো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা উপস্থিত হয়েছিল।গত বৃহস্পতিবার উদয়পুরে প্লেইন এয়ার ওয়ার্কশপ হয়।শিল্পীরা সমুদ্র সৈকতে বসে ছবি আঁকেন।

উপস্থিত ছিলেন অয়ন বিশ্বাস,সুমিত চক্রবর্তী, অর্ক মন্ডল,কৌশিক দত্ত,কানু দাস,সুজাতা দে, শম্ভু নাথ জানা,সোমনাথ বিশ্বাস প্রমুখ । শুক্রবার ১৬ মে অনুষ্ঠানের শেষদিনে সকল শিল্পীদের সার্টিফিকেট প্রদান করা হয়। তার সঙ্গে প্রদর্শনী এর ব্যাবস্থা করা হয়েছিল নিউ দীঘা রেলওয়ে আর্ট গ্যালারিতে দুদিনের আঁকা ছবি প্রদর্শিত করা হয়। সংস্থার সম্পাদক সোমনাথ বিশ্বাস বলেন প্রতি বছর গ্লোবাল ওয়ার্মিং ও প্রকৃতির উপর তারা ওয়ার্কশপ করেন। অনুষ্ঠানে সংস্থার সভাপতি শ্রী অংশুমান সাহা বিশেষ কারণে উপস্থিত থাকতে পারেন নি কিন্তু সবাইকে শুভেচ্ছা বার্তা পাঠান।