বাংলাদেশের চট্টগ্রামে তিন মন্দিরে হামলা-ভাঙচুরের অভিযোগ!
ঢাকা, জাকির হোসেন: বাংলাদেশের চট্টগ্রামে শুক্রবার স্লোগান দিতে দিতে জনতা তিনটি হিন্দু মন্দিরে ভাঙচুর চালায়। শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ বন্দর শহরের হরেশচন্দ্র মুন্সেফ লেনের শান্তন্বেশ্বরী মাতৃমন্দিরের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে। পাশের শনি মন্দির এবং শান্তন্বেশ্বরী কালীমন্দিরে ভাঙচুর চালায় ৷ যার জেরে ওই এলাকা থেকে দলে দলে হিন্দুরা ঘর ছেড়েছেন। ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে ওই এলাকায় মিছিলও বের করে জামাত-ই-ইসলামি। জানা গিয়েছে সেখানকার বেশিরভাগ মানুষই হিন্দু ধর্মাবলম্বী হলেও প্রাণভয়ে ঘর ছেড়েছেন।