প্রত্যাঘাতের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর,আরব সাগরে মিসাইল ফায়ার করল ভারতীয় নৌবাহিনী!

নিজস্ব সংবাদদাতা :  বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারের মধুবনী থেকে বার্তা দেন যে ভারত সর্বশক্তি দিয়ে জঙ্গিদের খুঁজে বার করবে। গর্জে উঠলেন প্রধানমন্ত্রী। তারপর পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারতীয় নৌসেনা। আরব সাগরে মিসাইল ফায়ার করল ভারতীয় নৌবাহিনী। এই বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই আরব সাগরে মিসাইল ফায়ার করল INS সুরত। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এটি ছিল পাকিস্তানের চলমান নৌ-মহড়ার পাল্টা বার্তা ভারতের।গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস, প্রাক্তন বায়ুসেনা কর্তা বলেন, “ভারত তৎপর। উঠে পড়ে লেগেছে পাকিস্তানকে উচিৎ শিক্ষা দিতে হবে। তার জন্য ভারতের নৌসেনা-বায়ুসেনা সকলেই প্রস্তুত। প্রয়োজন পড়লে আমরা ওদের জবাব দেওয়ার জন্য তৈরি। আইএনএস সুরাট থেকে একটা মিসাইল ফায়ার করেছি। এটা একটা ইঙ্গিত-একটা হুমকি।