এটিএম-এর ভেতরেই প্রতারণার ফাঁদ পেতে গ্রাহকের কাছ থেকে ২ লক্ষ টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীরা!
নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটেছে আসানসোলের একটি এটিএমের। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। বিকাশ মণ্ডল নামে ওই ব্যক্তি জানান তার ছেলের কলেজে অ্যাডমিশনের জন্য কিছু টাকা সেভিং অ্যাকাউন্টে রেখেছিলেন। বৃহস্পতিবার
সকাল সাড়ে নটা নাগাদ তিনি আসানসোলের একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএমে টাকা তুলতে যান। বিকাশবাবু জানান ওই এটিএমের ভিতরে দুটি টাকা তোলার মেশিন ছিল। তিনি এটিএমে ঢুকে দেখেন একটি মেশিন দুই যুবক ব্য়বহার করছে। তিনি অন্য মেশিনটিতে টাকা তুলতে গেলে ওই দুই যুবক তাকে জানায় মেশিনটি খারাপ, টাকা তোলা যাচ্ছে না। এরপর তারা বিকাশবাবুকে টাকা তুলতে সাহায্য করার জন্য অন্যএকটি কার্ড মেশিনে ঢোকায়। এরই মধ্যে নানা কথায় তাকে অনমনস্ক করে তার কার্ডটি মেশিনে ঢোকায়। এইভাবে চাতুরি করে কোনোভাবে বিকাশবাবুর কার্ড নম্বর ও পিন নম্বর জেনে নেয় তারা। অন্যদিকে বিকাশবাবু টাকা তুলতে না পেরে এটিএম থেকে বেরিয়ে যান। এরপর কিছুক্ষণের মধ্যেই তার মোবাইলে টাকা টাকার ম্যাসেজ আসতে থাকে। কিছুক্ষণের মধ্যেই দু’লক্ষ টাকা ডেবিট হয়ে যায় তার অ্যাকাউন্ট থেকে। তড়িঘড়ি তিনি সংশ্লিষ্ট ব্যাঙ্কে গিয়ে বিষয়টি জানান। এরপর তিনি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন।ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। অন্যদিকে সিসিটিভি ক্ষতিয়ে দেখে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।