পূর্ব মেদিনীপুরে ময়নায় বিজেপি নেতা খুনে এনআইএ-এর হাতে গ্রেফতার!

পূর্ব মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুরে ময়নার বিজেপি নেতা খুনে এনআইএ হাতে গ্রেফতার হলেন নবকুমার মণ্ডল। ২০২৩ সালের মে মাসে ময়নার বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তিনি বাকচায় বিজেপি-র ২৩৪ নম্বর বুথের সভাপতি ছিলেন। অভিযোগ স্ত্রী-ছেলেকে মারধর করে, বাইকে চাপিয়ে তুলে নিয়ে গিয়ে খুন করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। রাতে বাড়ি থেকে কিছুটা দূরে উদ্ধার হয় দেহ মাথায় ভারী কিছু দিয়ে মেরে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছিল। কলকাতা হাইকোর্ট খুনের ঘটনায় এনআই একে তদন্তের নির্দেশ দেয়। এই অনুযায়ী একাধিকবার এনআইএর তদন্তকারী টিম ময়নাতে আসে।মঙ্গলবার রাতে ময়নার বাকচায় বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়ার খুনের ঘটনায় পলাতক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল এনআইএ। গোপন সূত্রে খবর পেয়ে এনআইএ-এর প্রতিনিধিরা নবকুমার মণ্ডলকে গোড়ামহল গ্রাম থেকে গ্রেফতার করে।বস্তুত, গত বছর ১ মে ময়নার বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইঞা খুন হন। এই খুনের পিছনে হাত ছিল বলে সন্দেহ অভিযোগ করে পরিবার। কোর্টের নির্দেশে তদন্তভার নেয় এনআইএ। আর সেই তদন্তে অসহযোগিতার অভিযোগ ওঠে নব কুমারের বিরুদ্ধে। এরপরই খুনের ঘটনায় পলাতক তৃণমূল কর্মীকে গ্রেফতার করে এনআইএ।