সারা রাত না খেয়ে, না ঘুমিয়ে, সাইক্লিং,জগিং করেও মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় অলিম্পিক্স ফাইনাল থেকে বাদ পড়লেন কুস্তিগির বিনেশ ফোগাটে,অভিষেকের প্রস্তাব ‘সর্বসম্মতিতে’ ভারতরত্ন, নয় রাজ্যসভায় মনোনীত.....!

নিজস্ব প্রতিবেদন : লড়াই এর আর এক নাম বিনেশ ফোগাটে। সেই তিনিই কিনা অলিম্পিক্স প্রতিযোগিতা থেকে বাদ পড়লেন। ওজন বেশি হওয়ায় ৫০ কেজি কুস্তির ফাইনাল থেকে বাদ পড়তে হয়। যা নিয়ে দেশের ক্রীড়ামহল এবং রাজনীতি যখন আলোড়িত। উল্লেখ্য, বুধবার রাতে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগে বিনেশের লড়াই করার কথা ছিল সোনার পদকের জন্য। ওজন মাত্র ১০০ গ্রাম বেশি হওয়ার জন্য তাঁকে প্রতিযোগিতা থেকেই বাতিল করে দেওয়া হয় বুধবার সকালে। জানা যায় সারা রাত না খেয়ে, না ঘুমিয়ে, সাইক্লিং, জগিং করে এক কেজি ৯০০ গ্রাম ওজন কমিয়েছিলেন বিনেশ। এমনকি, ওজন ৫০ কেজিতে নামানো যায়নি চুল ছেঁটে ও রক্ত বার করেও। এই পরিস্থিতিতে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের শাসকদল এবং বিরোধীদের একটি প্রস্তাব দিলেন । বুধবার সন্ধ্যায় তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে অভিষেক কেন্দ্রের শাসকদল এবং বিরোধী দলগুলির উদ্দেশে প্রস্তাব দিয়েছেন, সর্বসম্মতিক্রমে ঐকমত্যে পৌঁছে বিনেশকে ভারতরত্ন দেওয়া হোক অথবা তাঁকে রাষ্ট্রপতি মনোনীত সদস্য করা হোক রাজ্যসভায়। অভিষেক পোস্টে আরো লিখেছেন, ‘‘এটাই হবে বিনেশের প্রতি সবচেয়ে কম করতে পারা। তিনি যে লড়াইয়ের মুখোমুখি হয়েছেন, তার জন্য কোনও পদকই যথেষ্ট নয়।’’ এক সময় সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে বজরং পুনিয়া-সহ অন্য কুস্তিগীরদের সঙ্গে বিনেশও রাস্তায় নেমেছিলেন। তাই বিভিন্ন মহল নানা প্রশ্ন তুলেছে এই ঘটনায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স বার্তায় উৎসাহ দিয়েছেন বিনেশকে। সংবাদ মাধ্যমে জানা যায়,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় অলিম্পিক্স সংস্থার সভাপতি পিটি ঊষাকে ফোন করে বিশ্ব অলিম্পিক্স সংস্থায় অভিযোগ জানানোর কথা বলেছিলেন।