মেদিনীপুর শহরে লক্ষ্মী এলো ঘরে তথ্যচিত্র প্রদর্শনের সূচনা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস তাদের জনকল্যাণমুখী উন্নয়ন কর্মসূচিকে মানুষের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দিতে রূপালি পর্দার মাধ্যম বেছে নিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনপ্রিয় ও জনজীবনে পরিবর্তন আনা প্রকল্পকে কেন্দ্র করে এক ঘণ্টার একটি তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে। এই তথ্যচিত্রের নাম রাখা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই ঘোষিত প্রকল্পের নামে— *লক্ষ্মী এলো ঘরে* বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুরে তৃণমূল যুব কংগ্রেস কার্যালয় থেকে এই তথ্যচিত্র প্রদর্শনের সূচনা করা হয়। LED টিভির মাধ্যমে মেদিনীপুর শহরের ২৫টি ওয়ার্ডে এই চলচ্চিত্র তুলে ধরা হবে। উদ্বোধন করেন মেদিনীপুর পৌরসভার পৌর পিতা সৌমেন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি , কাউন্সিলার ও কর্মীরা। মেদিনীপুর পৌরসভার পৌর পিতা সৌমেন খান জানান এই তথ্যচিত্রের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের বার্তা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে। মানুষের দৈনন্দিন জীবনে এই প্রকল্পগুলি কীভাবে ইতিবাচক পরিবর্তন এনেছে, তা সহজ ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরা হয়েছে তথ্যচিত্রে। প্রতিদিন সন্ধ্যায় শহর ও বিভিন্ন এলাকায় এই তথ্যচিত্র প্রদর্শিত হবে বলে জানানো হয়েছে।