খড়্গপুর শহরের উন্নয়নের পাঁচালী কর্মসূচি!

অরিন্দম চক্রবর্তী:  ২১শে ডিসেম্বর রবিবার খড়গপুর শহরের দুপুর সাড়ে তিনটার দিক ফরিদা বড়বাতি থেকে গোলবাজার ভান্ডারী চক পর্যন্ত উন্নয়নের পাঁচালী পথ সভা কর্মসূচি করা হয়।সৌজন্যে তৃণমূলের উন্নয়নের পাঁচালি। একদম পাঁচালির সুরে ১৫ বছরের উন্নয়নের খতিয়ানের পাঁচালির গানের ট্যাবলো পাড়ায়-পাড়ায়, গ্রামে-গ্রামে ঘুরছে দিনরাত।। রাজ্য সরকারের ১৫ বছরের সুশাসনে প্রকল্প গুলি মানব জীবনে এক বিশেষ প্রভাব ফেলেছে। উন্নয়নের সাফল্য উদযাপন করলো রাজ্যের মানুষের সঙ্গে খড়গপুর তৃণমূল কংগ্রেসের কর্মীরা। উন্নয়নের পাঁচালী শীর্ষক বিশেষ গাড়ি গোটা শহর ঘুরে বেড়ায়। কয়েক হাজার তৃণমূল কর্মী মিছিল করে যায়।রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে ২০১১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত, এই দীর্ঘ সময়ে বাংলা উন্নয়নের ঠিক কোন ধাপে এসে পৌঁছেছে, সেই সমস্ত হিসেব নিকেশ পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হল এই রিপোর্টে ৷ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের মতে, এটি সাধারণ কোনও অনুষ্ঠান নয়। বরং এটি একধরণের আনুষ্ঠানিক দলিল পেশ। ক্ষমতায় আসার পর থেকেই সরকার সাধারণ মানুষের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, কৃষক বন্ধু, পড়ুয়াদের ক্রেডিট কার্ড সহ মোট ৯৪ টি সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছে।