সমাবেশ থেকে ‘শুদ্ধকরণ’ যাত্রা শুরু করে দিলেন মমতা, কড়া বার্তা নেতা-কর্মীদের!
কলকাতা নিজস্ব সংবাদদাতা : ২০২৬ সালের বিধানসভা ভোট তৃণমূলের কাছে আরও একটি পরীক্ষার। বস্তুত, রবিবার তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ ছিল দু’বছর পরের বিধানসভা ভোটের প্রক্রিয়া শুরু করে দেওয়ার মঞ্চ। ২১ জুলাইয়ের বৃহত্তম সমাবেশ থেকে তৃণমূলে শুদ্ধকরণের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত পর পরটি তিন নির্বাচনে ভাল ফলের মধ্যেই সতর্ক করে দিলেন তৃণমূলের নেতা-কর্মীদের। যা ‘কড়া বার্তা’ বলেই মনে করা হচ্ছে। রবিবার তৃনমুল সুপ্রিমো তাঁর বক্তৃতায় সরাসরি বলেছেন, ‘‘বিত্তবানদের নয়, বিবেকবানদের দল হতে হবে তৃণমূলকে। আমি দলে বিত্তবান লোক চাই না। বিবেকবান লোক চাই। কেন জানেন? পয়সা আসে, চলে যায়। কিন্তু সেবার কোনও বিকল্প নেই।’’ কখনো বলেছেন, ‘‘যত জিতব, তত নম্র হতে হবে।’’ আবার শাসন করার ভঙ্গিতে নেতা-কর্মীদের বলেছেন, ‘‘যেন কারও বিরুদ্ধে দল কোনও অভিযোগ না পায়! অভিযোগ পেলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে।’’ পরামর্শও দিয়ে বলেছেন, ‘‘আমি চাই আপনারা গরিব থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে বলেছেন, ‘‘অন্যায় করলে আমি দলের কাউকে ছাড়ি না। গ্রেফতার করি। অন্যায় করবেন না। অন্যায় সহ্য করবেন না। আমি পরিষ্কার বলছি, মা-বোনেদের সম্মান দেবেন।’’ আবার এও বলেছেন, ‘‘তৃণমূল করতে গেলে সকলকে নিয়ে চলতে হবে। যেখানে যেখানে জিতেছেন, সেখানে সেখানে গিয়ে মানুষকে ধন্যবাদ জানাবেন। মানুষের জন্য কাজ করবেন। যেখানে যেখানে আমরা জিতিনি, সেখানকার মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইবেন।’’ সমাবেশের শেষে শুনিয়েছেন তাঁর প্রিয় স্লোগান ‘খেলা হবে’।