২৮ শে অগাস্ট প্রতিষ্ঠা দিবস কে সামনে রেখে মেদিনীপুরে TMCP-এর প্রস্তুতি সভা!

নিজস্ব সংবাদদাতা: আগামী ২৮শে অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষ্যে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় মেদিনীপুর শহরের ফ্লিম সোসাইটি হলে। তাতে অংশ গ্রহণ করে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীরা। উক্ত সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য্য। মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা। সভার পাশাপাশি মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ২৮শে অগাস্টকে সামনে রেখে একটি অফিসিয়াল গান বের করা হয়।