UEFA EURO 2024 : শুক্রবার রাত থেকে শুরু ফুটবলের মহাযুদ্ধ!

 নিজস্ব সংবাদদাতা :  শুক্রবার রাত থেকে শুরু ফুটবলের মহাযুদ্ধ উয়েফা ইউরো কাপ ২০২৪ ৷ ইউরোপ সেরার লড়াইয়ে নামছে ২৪টি দেশ ৷ ইউরো কাপের প্রথম ম্যাচে শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে আয়োজক জার্মানি ৷ প্রতিযোগিতা চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত ৷ নিয়ম অনুসারে ৬ টি গ্রুপে ২৪ টি দেশকে ভাগ করা হয়েছে ৷২৬ জুন পর্যন্ত চলবে গ্রুপ পর্বের ম্যাচগুলি ৷ এরপর ২৯ জুন থেকে শুরু হবে নকআউট পর্ব ৷

কোন গ্রুপে, কোন কোন দল-

গ্রুপ এ- জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইৎজারল্যান্ড

গ্রুপ বি- স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া

গ্রুপ সি- স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড

গ্রুপ ডি- পোল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স

গ্রুপ ই- বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, ইউক্রেন

গ্রুপ এফ- তুরস্ক, জর্জিয়া, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র