নবান্ন অভিযান ঘিরে পুলিশ ও মিছিলকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ!
নিজস্ব সংবাদদাতা : আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ ছাত্র সমাজের ব্যানারে শুরু হয়েছে নবান্ন অভিযান। এরপর কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে মিছিল। জাতীয় পতাকা হাতে মিছিলে আন্দোলনকারীরা। সাঁতরাগাছিতেও প্ল্যাকার্ড হাতে জমায়েত চলছে। কলকাতা থেকে হাওড়া, বেনজির চক্রব্যুহ তৈরি করেছে পুলিশ। বেলা বাড়তেই বন্ধ করে দেওয়া হল হাওড়া ব্রিজের উপর যান চলাচল ৷ সম্পূর্ণ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু । পুলিশের পক্ষ থেকে জারি করা হয়েছে নির্দেশিকা ৷ এদিকে হাওড়া স্টেশনে উপস্থিত বিক্ষোভকারীরা জাতীয় পতাকা হাতে স্লোগান দিতে শুরু করেছেন ৷ পুলিশ সূত্রে খবর, একাধিক পয়েন্টে বড় ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করা হয়েছে ৷ পুলিশের পাশাপাশি নামানো হয়েছে র্যাফ এবং কমব্যাট ফোর্সও ৷ যার মধ্যে সাঁতরাগাছি, হাওড়া ময়দান, ফরশোর রোড এবং লক্ষ্মীনারায়ণতলা, মন্দিরতলায় ব্যারিকেড, গার্ডরেল দেওয়া হয়েছে ৷
সাঁতরাগাছিতে আন্দোলনকারীরা জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশের ৷ হাওড়া ব্রিজে পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীদের উপর জলকামান ব্যবহার করল পুলিশ ৷ নবান্ন অভিযান রুখতে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে রাস্তা জুড়ে ব্যারিকেড করে রাখা হয়েছে ৷ মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী। ড্রোনের মাধ্যমে গোটা পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে ৷ নির্ধারিত সময়ের আগে থেকেই জমায়েত শুরু হয়েছে হাওড়া ময়দান সংলগ্ন মল্লিক ফটকের দিকেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান মুখর বিক্ষোভকারীরা ৷ হাওড়া ব্রিজে ব্যারিকেড ভাঙতেই রণক্ষেত্র পরিস্থিতি। জনতাকে ছত্রভঙ্গ করতে জলকামান ছুড়ছে পুলিশ। পুলিশি বাধাতেও এগিয়ে যাওয়ার চেষ্টা আন্দোলনকারীদের।