অনির্বাণকে কাজ করতে দিন, তাঁর হয়ে আমি ক্ষমা চাইছি,মেগাস্টার সাংসদ দেব!

নিজস্ব সংবাদদাতা : মেগাস্টার ও সাংসদ দেব সম্প্রতি মেদিনীপুরের ভূমিপুত্র অনির্বাণ ভট্টাচার্যকে ঘিরে চলা বিতর্ক ও কাজ না পাওয়ার প্রসঙ্গে সরব হয়ে আজ স্পষ্ট বার্তা দিলেন। তাঁর বক্তব্যে উঠে এল মানবিকতা, শিল্পীর প্রতি সম্মান এবং বাংলা ইন্ডাস্ট্রির দায়িত্ববোধ। দেব বলেন, “যদি অনির্বাণকে ক্ষমা চাইতেই হয়, তাহলে তাঁর হয়ে আমি ক্ষমা চাইছি। ওঁকে দয়া করে কাজ করতে দিন। অনির্বাণ এমন একজন অভিনেতা, যাঁর বাংলা ইন্ডাস্ট্রিতে খুব দরকার। ওঁর অনেক অবদান এখনও বাকি আছে। দেবের কথায় স্পষ্ট, বিষয়টি শুধুই একজন অভিনেতার ব্যক্তিগত সমস্যা নয়, বরং গোটা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ ও শিল্পচর্চার স্বাধীনতার সঙ্গে জড়িয়ে। তিনি বলেন, “আমাদের রাজ্যে একজন অভিনেতা ছয় মাস ধরে ব্যান্ড হয়ে আছে, এটা অন্যায়। একজন শিল্পীকে কাজ থেকে বঞ্চিত করা মানে তাঁর সৃজনশীলতাকে থামিয়ে দেওয়া। এতে শুধু ওই শিল্পীর ক্ষতি হচ্ছে না, বাংলা ইন্ডাস্ট্রিরও ক্ষতি হচ্ছে।এই প্রসঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও আবেদন জানান। দেব বলেন, “যাঁরা এতদিন ধরে বাংলাকে আগলে রেখেছেন, সেই দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ও দাদা অভিষেকের কাছে অনুরোধ করছি, বিষয়টা একটু দেখুন। তবে নিজের ছবিতে অনির্বাণের থাকা বা না থাকা নিয়ে দেব বলেন, “আমার ছবিতে অনির্বাণ থাকবে কি থাকবে না, সেটাও আমি এখনই বলতে পারি না। কারণ সেটা পুরোপুরি স্ক্রিপ্টের ওপর নির্ভর করে। আমি চাই না ওঁকে মিসইউজ করতে।’