প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্য়ায়!

নিজস্ব সংবাদাতা: প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্য়ায়। অকাল প্রয়াণে শোকের ছায়া টলিউডে। সোমবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি সম্প্রতি শ্বাসকষ্ট জনিত সমস্যা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বয়স হয়েছিল ৬২। এই মুহূর্তে অভিনেতার সঙ্গে রয়েছেন তাঁর দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায় ও মা। ১৫ অগস্ট ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। ১৭ অগস্ট ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। অভিনেতার সহকারী ছোটু সংবাদমাধ্যমকে জানিয়েছেন দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন অভিনেতা। আপাতত জয়ের মরদেহ রয়েছে হাসপাতালেই। সোমবারই করা হবে শেষকৃত্য। রাজনীতিবিদ, অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় জয়ের। তবে সেই বিয়ে টেকেনি। এরপর দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই সংসার ছিল প্রয়াত অভিনেতার। জয়ের মা-ও বেঁচে রয়েছেন। ছেলের মৃত্যুশোকে কাতর তিনি। অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া।