০৫.০২.২০২৪ সোমবার হাতির অবস্থান!

নিজস্ব সংবাদদাতা : বাঁকুড়া বনবিভাগ থেকে জানা গেছে মোট হাতি-৪২টি,বড়জোড়া রেঞ্জে বড়জোড়া মৌজায়-১৩টি,দক্ষিণ সরাগড়া-১১টি,উত্তর সরাগড়া-১টি,সোনামুখী রেঞ্জে করঞ্চমনি খয়রাসোল-৪টি,বেলিয়াতোড় রেঞ্জে জোড়শাল-২টি,কাঁটাবেন্স-৮টি,জি.ঘাঁটি রেঞ্জে বড়জুড়ি-২টি,রাধানগর রেঞ্জে কানাইপুর-১টি,হাতি সংলগ্ন এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে যোগাযোগ করুন রেঞ্জ অফিসার বড়জোড়া ৮৫৩৭০৬০৪৯৯ ও বেলিয়াতোড় ৭০০১৩২৪০৬০।

বিষ্ণুপু্র বনবিভাগ থেকে জানা গেছে মোট হাতির স্ংখা-১৭ টি। ত্রিবঙ্ক -০১টি ঠাকুরপুকুর, বাসুদেবপুর বীট, বিষ্ণুপুর রেঞ্জ। গুরুরবাসা-১৬টি , বাগডোবা, বাসুদেবপুর বীট, বিষ্ণুপুর রেঞ্জ ।এই সমস্ত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে। জঙ্গলে যাবেন না,সতর্ক থাকবেন।

মেদিনীপুর বনবিভাগ থেকে জানা গেছে মোট হাতির সংখ্যা :৩১টি, সকাল-৯.১০মিনিট, চাঁদড়া রেঞ্জ-গাররা-১টি,পুকুরিয়াসল-১টি, পিরাকাটা রেঞ্জ-রঞ্জা-১টি,জয়নারায়নপুর-১টি,আরাবাড়ী রেঞ্জ-টুংনী-১টি, ভাদুতলা রেঞ্জ-{কেজে২২৭}-১২-১৩টি, নয়াবসত রেঞ্জ-ঘেসাসল-১টি,গোটশিংলা-৩টি, লালগড় রেঞ্জ-পরডিহা-১টি,ঝিটকা-৭-৮টি, । জঙ্গলে যাবেন না, সতর্ক থাকবেন।জঙ্গলে আগুন লাগানো এবং বন্য প্রাণী শিকার হইতে বিরত থাকুন | ইহা দন্ডনীয় অপরাধ |

0:00
/0:42