ট্রাফিক পুলিশ রাস্তায় ঝাঁটা, ঝুড়ি, হাতে ! কিন্তু কেন?

দুর্গাপুর নিজস্ব সংবাদদাতা : সোমবার দুপুরের দুর্গাপুর ডিএসপি প্লান্ট থেকে বাড়ি ফেরার পথে লিঙ্ক রোডে ট্র্যাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ডিএসপি কর্মী। রাস্তার বেহাল দশা।হঠাৎ দেখা গেলো দুর্গাপুরের ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকদের ঝাঁটা, ঝুড়ি নিয়ে সাফাই অভিযান নেমেছে। রাস্তায় জমা বালি,পাথরের কারনে সাধারণ মানুষকে দুর্ঘটনার হাত থেকে মুক্তি দিতে তারা সাফাই অভিযানে নেমেছে।দুর্গাপুর ইস্পাত কারখানার দেখভালের অভাবে বেশ কিছু রাস্তার বেহাল দশা।আশেপাশের রাস্তায় জমছে বালি,পাথরের টুকরো,খানাখন্দে ভরে গেছে অনেক রাস্তা । আবার কোথাও বাড়ি তৈরির জন্য রাস্তার পাশে বালি পাথর নামানো হলেও তা আর পরিষ্কার করেননি । আর এতেই স্কুটি, স্কুটার,মোটরবাইক আরোহীরা অর্থাৎ ছোট চাকার যানবাহন চালান যারা দুর্ঘটনার মুখোমুখি হচ্ছে।