খড়্গপুরের চাচা জ্ঞান সিং সোহন পালের মৃত্যুবার্ষিকী স্মরণে শ্রদ্ধাজ্ঞাপন এবং রক্তদান শিবির!
অরিন্দম চক্রবর্তী : খড়্গপুর সদর বিধানসভার প্রাক্তন বিধায়ক জ্ঞান সিং সোহন পালের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল গোলবাজারে কংগ্রেস পার্টির কার্যালয়ে। শিবিরে এদিন পাঁচজন মহিলা সমেত ৩৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানা যায়। রক্ত সংগ্রহ করেন খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকেরা।
দলমত নির্বিশেষে এ দিনের শিবিরে উপস্থিত ছিলেন অমল দাস, খড়গপুর পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষ, অমিত শর্মা, উজ্জ্বল মুখার্জি, বাপি সরকার, কাউন্সিলর মধুকামী, কাউন্সিলর পারমিতা ঘোষ, কাউন্সিলর অপর্না ঘোষ, কংগ্রেস নেতা দেবাশীষ ঘোষ, রবি শংকর পান্ডে, প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার, আমরা বামপন্থীর অনিল দাস, মহাকুমা হাসপাতালে রোগী কল্যাণ দপ্তরের হেমা চৌবে, ছোটন সেন, অলকেশ মহাপাত্র, কোনিস সেন, কমল কিশোর খান্না, সুমিত শর্মা, রাহুল সিংহ, পাপিয়া চক্রবর্তী ও আরো বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।