শ্রদ্ধার্ঘ্য পরিবারের শ্রদ্ধা নিবেদন!
নিজস্ব সংবাদদাতা : ৮ই নভেম্বর শনিবার শ্রদ্ধার্ঘ্য পরিবারের পক্ষ থেকে মাদপুর সন্নিকটস্থ অভিরামপুর গ্ৰামে শ্রদ্ধেয় গৌরহরি দত্তকে শ্রদ্ধা নিবেদন করা হল। যাঁরা নিজেদের জীবনকালে সহস্র পূর্ণ চন্দ্র দর্শন করছেন তাঁদের মাধবরুপে পূজা করা ও তাঁর জীবন দর্শনের উল্লেখযোগ্য দিকগুলো প্রতিফলিত করে মানপত্র প্রদান করা হয় ।পাদ্যঅর্ঘ,নৈবদ্য ও বস্ত্র প্রদান করে শ্রদ্ধার্ঘ্য পরিবারের গৌতম সেন ,পূজন ও শ্রদ্ধা নিবেদন করেন। শ্রী মদভগবত গীতা তুলে দেন বিশিষ্ট সমাজসেবী রজত রায় । সমাজসেবী গৌরবাবু ১৯৭৫ সালে জরুরি অবস্থার সময় কারাবরণ করেন অমানুষিক অত্যাচার এর স্বীকার হয়েছেন।
অসাধারণ বাগ্মী প্রায় ৬৫ জায়গায় রামায়ন ও মহাভারতের উপর প্রবচন রেখেছেন। শ্রদ্ধার্ঘ্য পরিবারের সম্পাদক অশোক কুমার পড়িয়া জানান এটি তাদের ২৫তম শ্রদ্ধার কার্যক্রম। আগামী ২০২৬ সালের মধ্যে এরুপ ১০০ জনকে শ্রদ্ধা নিবেদন করার জন্য সূচী তৈরী করেছেন। শ্রদ্ধার্ঘ্য পরিবারের অন্যতম সদস্য ড: মৃনাল মন্ডল (অধ্যাপক আই আই টি খড়্গপুর) বলেন যোগস্থ কুরু করমানি সঙ্গম তক্ত্যা ধনঞ্জয় এই কাজ হল গীতার এই বানীর প্রতিফলন অর্থাৎ কর্ম যোগে স্থির হয়ে ,আসক্তি ত্যাগ করে কাজকরে যাওয়া।
পরিবারের পক্ষে ভ্রাতা নিত্যানন্দ দত্ত,পৌত্রী পাঞ্চালী দত্ত দাদুর বিভিন্ন কর্মময় জীবনের কিছু অংশ তুলে ধরেন। এছাড়াও পরিবারের তপন দত্ত,রতন দত্ত,স্বপন দত্ত ও কিংকর দত্ত কিছু কথা সবাই কে সমৃদ্ধ করে। অনুষ্ঠানে গীতার শ্লোক আবৃত্তি ও সংগীত পরিবেশন করে গৌরবাবুর নাতি শৌর্য ও নাতনি রাধারাণী। এর পর শ্রদ্ধার্ঘ্য এর পক্ষ থেকে মানপত্র টি সম্পাদক মহাশয় সভায় পাঠ করেন এবং মৃনাল বাবু গৌরবাবুর হাতে তুলে দেন। বহু গুনি ব্যক্তি এই কার্যক্রম এ উপস্থিত ছিলেন। শ্রদ্ধার্ঘ্য এর পক্ষ থেকে প্রায় শতাধিক গুনি ব্যক্তি দের শ্রীমদভগবত গীতা প্রদান করা হয়। ধন্যবাদ জ্ঞাপন করেন শ্রদ্ধার্ঘ্য এর সহ সভাপতি বিশ্বম্ভর ঘোষ। সবশেষে উপস্থিত সবাই কল্যাণমন্ত্র পাঠ করে বিশ্ব কল্যাণ এর প্রার্থনা করেন।