অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক সম্মেলন!
খড়গপুর অরিন্দম চক্রবর্তী : অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ এসোসিয়েশন এর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো খড়গপুর ট্রাফিক গোলখুলি দূর্গা মন্দির সভা গৃহে। মূলত: দক্ষিণ পূর্ব রেলের ২১ ও ২২ তম খড়গপুর ডিভিশন ও ব্রাঞ্চের এই সম্মেলন ১১ই মে ২০২৫ তাং অনুষ্ঠিত হয়। এদিন সম্মেলনের উদ্বোধন করেন বাম শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব ভট্ট। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য সবুজ ঘোড়ই। এছাড়া বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত রেল কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি এন আর পাত্র, এ আই এল আর এস এর যুগ্ম সাধারণ সম্পাদক পারশ কুমার, এ আই এস এম এর জোনাল সম্পাদক দিলীপ কুমার, আর আর ই এর সম্পাদক এস এন মহাপাত্র, এ আই এল আর এস এর জোনাল সম্পাদক মহাদেব ভট্টাচার্য, এ আই এল আর এস এর কেন্দ্রীয় সংস্থার গৌতম গোস্বামী, এ আই আর এফ এর সহ-সাধারণ সম্পাদক সুকান্ত মল্লিক। বক্তারা বলেন রেলের লোকো পাইলটদের ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী প্রতি কিলোমিটার এ ২৫ শতাংশ ডি এ দিতে হবে, ৩০ ঘন্টা ধারাবাহিক কাজের নিরিখে অতিরিক্ত ১৬ ঘন্টা বিশ্রাম দিতে হবে, দুটি রাত্রি কালীন ডিউটির পরবর্তী রাত্রিতে বিশ্রাম দিতে হবে, প্রাইভেট ও কর্পোরেট সংস্থার হাতে ভারতীয় রেলকে তুলে দেয়া চলবে না, অতিরিক্ত ডিউটি না দিয়ে চালকদের মালগাড়ির ক্ষেত্রে ৮ ঘন্টা ও প্যাসেঞ্জার ট্রেনের ক্ষেত্রে ছয় ঘন্টা ডিউটি দিতে হবে, মহিলা চালকদের আলাদা শৌচালয় বাথরুম ও বিশ্রাম গৃহের ব্যবস্থা সহ ১৫ দফা দাবি রেল কর্তৃপক্ষের সামনে তুলে ধরার সিদ্ধান্ত গৃহীত হয়। এদিনের সম্মেলনে পাঁচশত কর্মচারী উপস্থিত ছিলেন। সভা শুরু হয় সকাল ন'টায় চলে বিকাল পাঁচটা পর্যন্ত।