মঙ্গলবার সন্ধ্যায় ঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে খড়গপুর এলাকার!

খড়গপুর অপূর্ব মজুমদার : মঙ্গলবার রাত ৮ টার পর ঝড় বৃষ্টি শুরু হয়। সঙ্গে পড়তে থাকে শিলা। লাইনের উপর ভেঙে পড়ে গাছের ডাল। খড়্গপুর ডিভিশনে যার কারণে লাইন বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য । কয়েকটি জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। রেললাইনের উপর গাছের ডাল ভেঙে পড়ায় কিছু ক্ষণের জন্য ট্রেনের যাত্রা বন্ধ রাখা হয়। রেলের তরফে জানানো হয়েছে, খড়্গপুর এলাকায় বজ্রপাত এবং শিলাবৃষ্টির কারণে কলাইকুন্ডা, নিমপুরা, হিজলি, গোকুলপুর এলাকায় ওএইচই (ওভারহেড ইকুইপমেন্ট) ব্যর্থতার ঘটনা ঘটে। সে জন্য বেশ কিছু ট্রেন আটকে যায়। করমনণ্ডল ছাড়াও জগন্নাথ, রানি শিরোমণি এক্সপ্রেস ট্রেন আটকে যায় খড়্গপুর ডিভিশনের বিভিন্ন স্টেশনে।

এদিকে শিলাবৃষ্টি কারণে খড়গপুর কৌশল্যায় এক ব্যক্তি জখম হয়েছে এবং তাকে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খড়গপুর বাইপাসে ভেঙ্গে পরে মোবাইল টাওয়ার। খড়্গপুরে আইআইটি তে কিছু গাড়ি নষ্ট হয়ে গেছে গাছ পরে। আইআইটি বাইপাসে ও তালবাগিচায় মেইন রাস্তায় বিঞ্জাপনের গেট ভেঙে পড়েছে। মঙ্গলবার সন্ধ্যা হতে ঝড় ও শিলাবৃষ্টির ফলে সাঁকরাইল ব্লকের জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়ে। এছাড়াও ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, গোপীবল্লভপুর দুই ব্লক সহ বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। ঝড় ও শিলাবৃষ্টিতে সবচেয়ে ক্ষতি হয়েছে সাঁকরাইল ব্লকের বিভিন্ন গ্রাম বলে জানালেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি, সেচ ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ মথুর মাহাতো। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়।

খড়গপুর আই আই টি