এসএসকেএম হাসপাতালে চিকিৎসা পরিষেবার উন্নতিকরণে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিল্যানাস করলেন মুখ্যমন্ত্রী!

নিজস্ব সংবাদদাতা:  এসএসকেএম হাসপাতালে ১৮টি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী।মঙ্গলবার সন্ধ্যায় সরকারি সভায় মুখ্যমন্ত্রী জানালেন, নতুন উডবার্ন ওয়ার্ডটির ১০তলা ভবনে ১৩১টি কেবিন রয়েছে।

অত্যাধুনিক পরিষেবা মিলবে এই ওয়ার্ডে। সিঙ্গল কেবিনের ভাড়া ৫ হাজার। এইচডিইউ (HDU) কেবিনের ভাড়া ১২ হাজার টাকা। আইটিইউ (ITU) কেবিনের ভাড়া ১৫ হাজার টাকা।

মুখ্যমন্ত্রী বলেন, “বেসরকারি হাসপাতালে এই চিকিৎসায় অনেক টাকা খরচ হয়। এখানে অনেকটাই কম। আমি নিজে ২ হাজার টাকা করে ভাড়া কমিয়েছি। এখন হাসপাতালের খরচ উঠবে না জানি। প্রথমে লোকসানেই চলবে।এছাড়াও সরকারি উদ্যোগে রোবোটিক সার্জিক্যাল সিস্টেম চালু করা হচ্ছে।