উলুবেড়িয়ার বেলতলায় এক মর্মান্তিক পথ দূর্ঘটনা!

নিজস্ব সংবাদদাতা :  ২৪ ডিসেম্বর ভোর ৪ টে নাগাদ ১৬ নং জাতীয় সড়কের কোলাঘাট মুখি লেনে উলুবেড়িয়ার বেলতলায় এক মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হলো এক ট্রাক চালকের। সূত্র মারফত জানা গেছে ভোর ৪ টে নাগাদ ১৬ নং জাতীয় সড়কের কোলাঘাট মুখি লেনে উলুবেড়িয়ার রাজাপুর থানার অন্তর্গত বেলতলার কাছে একটা পাথর বোঝাই লরির পিছনে দ্রুত গতিতে আসা একটা কন্টেনার বোঝাই ট্রাক ধাক্কা মারে।

ধাক্কার তীব্রতায় দুমড়েমুচড়ে যায় কন্টেনার বোঝাই ট্রাকটি। ট্রাক ড্রাইভারকে আহত অবস্থায় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে ভর্তি করা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতাল কর্তৃপক্ষ।