মেদিনীপুর শহরের সেকপুরার বড় গির্জার মাঠে ব্ল্যাক মাম্বা ক্লাবের পরিচালনায় দুইদিন ব্যাপী নক আউট ফুটবল প্রতিযোগিতার!
পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : বর্তমান তরুণ সমাজকে মাঠ মুখী করার লক্ষ্যে মেদিনীপুর শহরের সেকপুরার বড় গির্জার মাঠে ব্ল্যাক মাম্বা ক্লাবের পরিচালনায় দুইদিন ব্যাপী নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ক্লাবের সাথে সাথে মেদিনীপুর শহরের দক্ষ ক্রীড়া সংগঠক নামে পরিচিত আবীর আগরওয়ালের একটা বিরাট ভূমিকা এই টুর্নামেন্টে। এতে অংশগ্রহণ করেছিল ১৬ টি নামিদামি দল। শনিবার তারই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় সেকপুরার বড় গির্জার মাঠে এনএসবি একাদশ ও খয়রুল্লা ব্যাড বয়েস এর মধ্যে। ফাইনালে ২ গোলে জয় লাভ করে এনএসবি। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় তারা। উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, প্রাক্তন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ,সন্দীপ সিংহ,মিতালী ব্যানার্জি, সত্য সুন্দর পড়িয়া, অসিত পাল, নির্মাল্য চক্রবর্তী, আবীর আগরওয়াল, সংগীতা ভট্টাচার্য ও এলাকার বিশিষ্টজনেরা।ভিড় করেন হাজার হাজার দর্শক।