ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা,ঝাড়খণ্ডে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ!
নিজস্ব সংবাদদাতা: শনিবার ভোরে ঝাড়খণ্ডের চাণ্ডিল স্টেশনের কাছে দু'টি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, দু'টি মালগাড়ি মিলিয়ে প্রায় ২০টি কামরা লাইনচ্যুত হয়েছে।রেল সূত্রে জানা গিয়েছে লোহা বোঝাই একটি মালগাড়ি টাটানগর থেকে পুরুলিয়া যাচ্ছিল। শনিবার ভোরে আদ্রা ডিভিশনের চাণ্ডিল স্টেশন পার হতেই সেটি লাইনচ্যুত হয়ে পাশের লাইনে পড়ে যায়।
সে সময় পাশের লাইনে উল্টো দিক থেকে আসছিল আরও একটি মালগাড়ি। পুরুলিয়াগামী মালগাড়ির সঙ্গে সেই মালগাড়ি মুখোমুখি ধাক্কা খায়। তার পরে দ্বিতীয় মালগাড়িরও কয়েকটি কামরা লাইনচ্যুত হয়।বর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা। প্রাথমিক অনুমান, কোনও যান্ত্রিক ত্রুটির জন্যই মালগাড়িটি উলটে গিয়েছে। এই ঘটনার জেরে ২০টি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে। রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে অনেক ট্রেনের। আপাতত লাইন থেকে মালগাড়ির কামরা সরানোর কাজ চলছে।
বেশ কয়েকটি ট্রেন ঘুরপথে চলছে। কিছু ট্রেন বাতিল করা হয়েছে। সেই তালিকায় রয়েছে পাটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস, টাটানগর-কাটিহার এক্সপ্রেস, কাটিহার-টাটানগর এক্সপ্রেস।এই ঘটনার জেরে বাতিল হয়েছে দক্ষিণ–পূর্ব রেলের চাণ্ডিল–টাটানগর শাখার বহু ট্রেন। তবে কারও হতাহতের খবর নেই।