সেজে উঠছে মেদিনীপুর শহরের জোড়া মসজিদ!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : প্রতি বছরের মতো এ বছরও ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের জোড়া মসজিদে ১২৩তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে বাংলাদেশ রাজবাড়ী থেকে ২২৫৬ জন যাত্রী নিয়ে ছেড়ে গেছে ওরশ স্পেশাল ট্রেন। হজরত মহম্মদের ৩২তম ও সুফি সাধনার আদিগুরু ‘বড় পীর সাহেব’ হজরত আব্দুল কাদের জিলানির ১৯তম বংশধর মওলা পাক ১০৭ সালের ৪ ফাল্গুন প্রয়াত হন। এই দিনটিতে দেশ-বিদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ তাঁদের গুরুকে স্মরণ করেন, ধর্মকথা আলোচনা করেন। সেই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ থেকে বিশেষ ট্রেনে ধর্মপ্রাণ মানুষেরা মেদিনীপুরে আসেন। উরস উৎসব ঘিরে এ বারও সেজে উঠছে মেদিনীপুর শহরের জোড়া মসজিদ।রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ কাদেরী খোকন বলেন,ওরশ শরীফে যাওয়ার জন্য হাজার হাজার ভক্ত আবেদন করেন। কিন্তু ব্যবস্থা না থাকায় সবাইকে নিতে পারি না। যে কারণ লটারির মাধ্যমে নির্বাচিত করে পাসপোর্ট নিয়ে ভিসা সম্পন্ন করে । তবে অনেকে সড়ক পথসহ অন্যান্যভাবে মেদিনীপুরের ওরশ শরীফে যান অনেকে।