বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্ন বিতর্কের পর দায়িত্ব থেকে সরানো হলো দুই আধিকারিককে!

পশ্চিম মেদিনীপুর,সেখ ওয়ারেশ আলী: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্ন বিতর্কের পর দায়িত্ব থেকে সরানো হলো দুই আধিকারিককে। মডারেশন বোর্ডের এক সদস্য এবং ইউ জি বোর্ড অফ স্টাডিজ এর চেয়ারম্যান এই দুই আধিকারিককে তাদের গাফিলতির জন্য সরানো হলো পদ থেকে। এ বিষয়ে ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান দেব কুমার বিশ্বাস কে প্রশ্ন করা হলে তিনি কোন মন্তব্যই করতে চাননি। তিনি পরিষ্কার জানিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্যের পর তার আর কোন কিছু বলার থাকে না। প্রশ্ন বিতর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যা বলেছেন তারপরে তার আর কোন বক্তব্য নেই।