দু’জন ‘বিরোধী দলনেতা’র নাম ছাপালেন প্রধানমন্ত্রীর কর্মসূচির আমন্ত্রণপত্রে ! পরে জানালেন ‘কার্ড বাতিল’...
নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার কলকাতায় এসে তিনটি নতুন মেট্রোপথের উদ্বোধন করবেন। এবার সরকারি মেট্রো প্রকল্প উদ্বোধনের আমন্ত্রণপত্রকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কারণ, ওই আমন্ত্রণপত্রে একইসঙ্গে দুইজনকে ‘বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গ বিধানসভা’ বলে উল্লেখ করা হয়েছে—একদিকে ‘শ্রী শুভেন্দু অধিকারী’, এবং অন্যদিকে ‘শ্রী শমিক ভট্টাচার্য’। উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে, শমিক ভট্টাচার্য বিজেপির মুখপাত্র ও প্রবীণ বিধায়ক হলেও বিরোধী দলনেতা নন। প্রধানমন্ত্রীর উপস্থিতি থাকবেন এরম অনুষ্ঠানে এমন বিতর্কমূলক ভুল দৃষ্টিকটু বলেই মনে করছেন রাজনৈতিক মহল। এই বিভ্রান্তিকর পরিস্থিতি ঘিরে রাজ্য রাজনীতিতে সমালোচনার ঝড় ওঠে। বিশেষ করে, বিরোধী দল বিজেপির অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করে—বিধানসভায় বিরোধী দলনেতা একজনই, তাহলে দু’জনের নাম কেন ছাপা হল? সূত্রের খবর, এই কার্ডটি প্রস্তুত করেছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে তারা জানিয়েছে,"ত্রুটি হয়েছে, এই কার্ড বাতিল করা হয়েছে"। তবে এই ব্যাখ্যা ঘিরেও উঠছে প্রশ্ন—কীভাবে এমন একটি গুরুত্বপূর্ণ আমন্ত্রণপত্রে এই ধরনের ভুল হতে পারে? কিন্তু নতুন আমন্ত্রণপত্র কত ক্ষণে ছেপে আসবে, কখনই বা অতিথিদের কাছে তা পাঠানো হবে, সে বিষয়ে সদুত্তর মেলেনি। মেট্রোর দাবি,আমন্ত্রণপত্র বিলিই করা হয়নি, তাহলে যে আমন্ত্রণপত্র বিলিই করা হয়নি তা প্রকাশ্যে এল কী ভাবে? জবাবে মেট্রোর দাবি, একটা কাজে অনেকে জড়িত থাকেন। কী ভাবে এই আমন্ত্রণপত্র বাইরে গিয়েছে তা তাঁদের জানা নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি নিছক ভুল না কি ইচ্ছাকৃতভাবে এমন বিভ্রান্তিকর বার্তা ছড়ানোর চেষ্টা, তা খতিয়ে দেখা প্রয়োজন।