পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকে ধারালো অস্ত্রের কোপে মাথা ফাটলো দু জনের!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ধারালো অস্ত্রের কোপে মাথা ফাটলো দু জনের। আহত আরো এক। ঘটনাটি মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি এলাকায়।জানা গিয়েছে শনিবার সকালে একটি জমিতে সাইকেল স্ট্যান্ড করাকে কেন্দ্র করে দেওরের সাথে বচসায় জড়ায় বৌদির সঙ্গে। অভিযোগ, বচসার মাঝেই ধারালো অস্ত্র দিয়ে বৌদির মাথায় আঘাত করে দেওর। বাঁচাতে এসে আহত হয় বৌদির ভাই সহ পরিবারের আরো এক সদস্য। রক্তাক্ত অবস্থায় তিন জনকে উদ্ধার করে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সূত্রে জানা গিয়েছে,অভিযুক্ত দেওর সুমন হাঁসদা শাসক দলের তৃণমূলের পাঁচখুরি বুথের সভাপতি। অন্যদিকে আহত সোনামণি হাসদাও শাসক দলের ওই এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য। ঘটনার পেছনে রাজনৈতিক আক্রোশ থাকতে পারে বলেও দাবি আক্রান্ত সোনামণি হাঁসদার। এখনো পর্যন্ত এই ঘটনায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি মেদিনীপুর কোতোয়ালি থানায়। প্রাথমিক চিকিৎসার পর থানায় অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন আক্রান্ত সোনামণি হাঁসদা।