এশিয়ার একশো বিজ্ঞানীর তালিকায় আইআইটির অধ্যাপক সুমন চক্রবর্তী ও কলকাতা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউটের ডিরেক্টর সঙ্ঘমিত্রা !
নিজস্ব সংবাদদাতা : বিজ্ঞান ক্ষেত্রে অবদান রাখা এশিয়ার শীর্ষ ১০০ জনের তালিকায় স্থান করে নিলেন এই রাজ্যের ২ জন। রিপোর্ট অনুযায়ী, এই দুর্দান্ত নজির গড়া দুই বিজ্ঞানীরা হলেন - খড়গপুর আইআইটির অধ্যাপক এবং গবেষক সুমন চক্রবর্তী এবং কলকাতা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউটের ডিরেক্টর আর সঙ্ঘমিত্রা। খড়গপুর আইআইটির অধ্যাপক এবং গবেষক সুমন চক্রবর্তী এবং কলকাতা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউটের ডিরেক্টর আর সঙ্ঘমিত্রা আছেন এশিয়ান সায়েন্টিস্ট ম্যাগাজিন ২০২৪-এর সেরা ১০০-র তালিকায়। এছাড়া ভারতের আরও ১৫ জন বিজ্ঞানী স্থান করে নিয়েছেন এশিয়ার সেরা ১০০-র তালিকায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সুমন ২০০২সালে খড়্গপুর আইআইটিতে অধ্যাপক হয়ে আসেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সুমনের মূল বিষয় ‘ফ্লুইড মেকানিকস অ্যান্ড থার্মাল সায়েন্স’। এক দশকেরও বেশি এই বিষয়ে নানা গবেষণা করছেন তিনি। ডায়াগনস্টিক, সেন্সিং ও থেরাপিউটিকসের জগতে বহু চিকিৎসা পরিষেবার যন্ত্র আবিষ্কার করেছেন। করোনার সময়ে ভাইরোলজিস্ট অরিন্দম মণ্ডলকে সঙ্গে নিয়ে আবিষ্কার করেছিলেন স্বল্পমূল্যে করোনা পরীক্ষার যন্ত্র ‘কোভির্যাপ’। রক্তাল্পতা নির্ণয়ে তৈরি করেছেন ‘হিমো অ্যাপ’। মহিলারা যাতে গোপনীয়তা বজায় রেখে যোনিপথের সংক্রমণের পরীক্ষা বাড়িতেই স্বল্প খরচে করতে পারেন, সেই গবেষণাতেও সাফল্য পেয়েছেন সুমন। সঙ্ঘমিত্রা কলকাতার 'ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট'-এ ১৯৯৯ সালে মেশিন ইনটেলিজেন্স বিভাগে অধ্যাপিকা হিসেবে যোগ দিয়েছিলেন। ২০১৫ সালে ডিরেক্টর পদে উন্নীত হন। এখনও সেই পদেই আছেন। ২০২২ সালে বিজ্ঞান ও প্রযুক্তিতে পদ্মশ্রী পান সঙ্ঘমিত্রা।