ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকা,বোমা ফেটে গুরুতর আহত হয়েছে দুই শিশু!

নিজস্ব সংবাদদাতা : সোমবার সকালে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের মালঞ্চ গ্রামে বোমা ফেটে গুরুতর আহত হয়েছে দুই শিশু। পুলিশ সূত্রে জানা গিয়েছে , আহতদেরকে নাম নুসরত জাহান (৬) ও সামিয়া সুলতানা (১১)। বিস্ফোরণের অভিঘাতে নুসরতের বাঁ হাতের সামনের অংশ উড়ে গিয়েছে। অপর আহত শিশুর পায়ে বোমার স্প্লিন্টারের আঘাত রয়েছে। নুসরত বর্তমানে মুর্শিদাবাদে মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে নুসরত আরও কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির কাছে খেলা করছিল। সেই সময় তারা ঝোঁপের মধ্যে কয়েকটি প্লাস্টিকের বল খুঁজে পায়। নুসরত বলের মতো দেখতে জিনিসটিকে তুলতে গেলে হঠাৎই সেটি প্রচণ্ড শব্দে ফেটে যায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।