স্ত্রীকে খুনের ঘটনায় ধৃত দুই যুবককে মেদিনীপুর CJM আদালতে তোলা হয়!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বুধবার দুপুরে ডেবরার স্ত্রীকে খুনের ঘটনায় ধৃত দুই যুবককে মেদিনীপুর CJM আদালতে তোলা হয়। এই ঘটনায় পুলিশ অভিযুক্তদের ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানালে,আদালতের বিচারক ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বলে জানিয়েছেন সরকারি পক্ষের আইনজীবী সৈয়দ নাজিম হাবিব।প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যে নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার থানার রাধামোহনপুর অঞ্চলের ভগবানবাসান এলাকায় ১৬ নং জাতীয় সড়কের পাশে একসঙ্গে থাকা চেম্বার ও বাড়িতে খুন হন কোয়াক ডাক্তার সেখ আলাউদ্দিন ও তাঁর স্ত্রী রুপসারা বিবি। দুটি দেহ উদ্ধারের এপাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছিল পুলিশ ।এরপরই ঘটনার তদন্তে নেমে ঝাড়েশ্বর সাউ ও বান্টি মাহাত নামে দুই যুবককে গ্রেফতার করে ডেবরা থানার পুলিশ। সূত্র মারফত জানা গেছে মঙ্গলবার রাতে ওই এলাকা থেকে উদ্ধার হবে একটি মোটর বাইকের নাম্বার ধরেই রাতে বান্টি মহাতো অভিযুক্তকে গ্রেফতার করা হয়।পরবর্তী বুধবার ভোর রাত্রে ডিবরার ঘাম তোর এলাকায় এক জঙ্গল থেকে অভিযুক্ত ঝাড়েশ্বর সাউ (বাপ্পা) নামে যুবককে গ্রেফতার করে পুলিশ। বুধবার দুই যুবককে মেদিনীপুর আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন আদালতের বিচারক।