ইউ. এ. এল. বেঙ্গল কোম্পানী উদ্যোগে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলো গত শুক্রবার!

নিজস্ব প্রতিবেদন : ইউ. এ. এল. বেঙ্গল কোম্পানী উদ্যোগে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলো গত শুক্রবার।স্বচ্ছ ভারত নির্মান এটা শুধু এখন চিন্তনই নয় এর বাস্তবায়নের কাজও শুরু হয়ে গেল ইঙ্গিত ক্লাবের শৌচালয়ের উদ্বোধনের মধ্য দিয়ে, গত শুক্রবার ইউ. এ. এল. বেঙ্গলের আধিকারিকবৃন্দ ও ইঙ্গিত ক্লাবের সদস্যবৃন্দ একটি মহান কাজের স্বাক্ষী হয়ে থাকলো। লাল ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে এর দ্বার উদ্‌ঘাটন করে ইউ. এ এল বেঙ্গল সংস্থার এক্সিকিউটিভ ডাইরেক্টর কে. এন. পি। সিনহা সঙ্গে ছিলেন সিনিয়র জেনারেল ম্যানেজার সুনীল কুমার পান্ডে ও কোম্পানীর পদস্থ আধিকারিকবৃন্দ।ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনিতে অবস্থিত ইঙ্গিত ক্লাবটি সংস্কৃতি ও পল্লি উন্নয়নের জন্য আগে থেকেই প্রসিদ্ধ ছিল, বর্তমানে স্বচ্ছ পরিবেশ রক্ষার পরিচয় দিয়ে নজির সৃষ্টি করলো। শ্রী পান্ডে জানান ইঙ্গিত ক্লাবের কর্তৃিপক্ষ আমাদের কোম্পানিকে আবেদন মাধ্যমে একটি সম্পূর্ন শৌচালয়ের আবেদেন করেন, আজ তারই রুপায়ন হয়। তিনি আরও জানান তাঁর কোম্পানী সারা বছর ধরে এইরকমই বহু জনহীতকর প্রকল্পের বাস্তবায়ন করে। প্রসঙ্গত উল্লেখ্য আজই পাঁচ জায়গায় বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করা হবে।

অন্যদিকে ঝাড়গ্রামের তুঙ্গাধুয়া গ্র কুড়মী জনজাতী বেষ্টিত গ্রামের গরাম স্থানের সংস্কার করন ও নির্মানের দিয়ে ইউ. এ. এল. বেঙ্গল কোম্পানী সেটা আর একবার প্রমানিত করে মকর পরবের পর গত শুক্রবার এরই উদ্বোধন করেন সংস্থার এক্সিকিউটি ডাইরেক্টর কে. এন. পি। সিনহা সঙ্গে ছিলেন সিনিয়র জেনারেল ম্যানেজ সুনীল কুমার পান্ডে ও কোম্পানীর পদস্থ আধিকারিকবৃন্দ। সংস্থার জেনারেল ম্যানেজার সুনীল কুমার পান্ডে তাঁর বক্তব্যে জানান তুঙ্গাধূয় গ্রামবাসীেেদর বহুদিনের আবেদন ছিল এই গরাম থানটির পুননির্মান করার জন্য। তাঁদের আবেদনে সারা দিয়ে কোম্পানী গ্রামবাসীদের একটি সুন্দর গরামা থানের নির্মান করেন। এক বরিষ্ট গ্রামবাসী বলেন আমাদের গ্রামের বেশিরভাগ ব্যক্তি কোন না কোন দিক দিয়ে অর্থনৈতিক ভাবে কোম্পানীর সঙ্গে জুড়ে ছিল, এখন হরি মন্দিরের পর গরাম থানের নির্মান করে কোম্পানী ধর্ম নিরপেক্ষতার পরিচয় দেয়। খারাপ আবহায়ওয়াকে উপেক্ষা করে তুঙ্গাধুয়া গ্রামের লোক সকাল থেকেই এই গরাম থানের চারিদকে ভীড় জমাতে থাকে। গ্রামবাসীরা এই মহৎ কাজের জন্য কোম্পানীকে ধন্যবাদ জানান।