ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার অন্তগত ইউ. এল. বেঙ্গল কোম্পানীর উদ্যোগে রক্তদান শিবির!
নিজস্ব সংবাদাতা : বিগত কয়েক বছরের মতো এবারও গ্রীষ্মকালীন রক্তের চাহিদা কিছুটা হলেও মেটাতে বুধবার,২ জুলাই ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার অন্তগত ইউ. এল. বেঙ্গল কোম্পানীর উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। সারাবছর ইউ. এল. বেঙ্গল কোম্পানীর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা অধীনে বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজের করতে থাকেন এবং সামাজিক উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও মানব সম্পদ উন্নয়নে সহায়তা করতে থাকেন ৷ রক্ত সংগ্রহ করেন ঝাড়গ্রাম ব্লাড ব্যাঙ্কের কর্তৃপক্ষ ৷ মোট ১৩২ ইউনিট রক্ত স্বেচ্ছায় দান করা হয়েছে, যা জীবন বাঁচানোর প্রতি সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন। শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সিনিয়র জেনারেল ম্যানেজার সুনীল কুমার পান্ডে,আশিস ঘোষাল,উমা শঙ্কর,প্রমুখ।
কোম্পানীর পক্ষ থেকে রক্তদানের সার্টিফিকেট ও কফি কাপ তুলে দেয়া হয় সবাইকে।সুনীল কুমার পান্ডে বলেন যে রক্তদান একটি মহৎ কাজ এবং এই ধরনের অনুষ্ঠান শিল্প এবং সমাজের মধ্যে বন্ধনকে শক্তিশালী করে।সমস্ত স্বাস্থ্য ও সুরক্ষা প্রোটোকল অনুসরণ করে সম্পূর্ণ চিকিৎসা তত্ত্বাবধানে শিবিরটি পরিচালিত হয়েছিল।