উন্নাও ধর্ষণকাণ্ডে ফের তোলপাড় দেশ, কুলদীপ সিং সেঙ্গারের জামিন নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে বড় শুনানি!
নিজস্ব সংবাদদাতা : উন্নাও ধর্ষণকাণ্ডে নতুন করে উত্তাল দেশ। উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত বিজেপি বহিষ্কৃত বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জামিনকে চ্যালেঞ্জ করে করা মামলার শুনানির দিনক্ষণ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের করা আবেদন অনুযায়ী, আগামীকাল সোমবার দেশের শীর্ষ আদালতে এই মামলার শুনানি হবে। শনিবার প্রকাশিত সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বে তিন বিচারপতির অবকাশকালীন বেঞ্চে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি অনুষ্ঠিত হবে। এই বেঞ্চে প্রধান বিচারপতির পাশাপাশি থাকবেন বিচারপতি জে কে মহেশ্বরী এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ। সকাল ১১টায় শুনানি শুরু হওয়ার কথা।
উল্লেখ্য, ২০১৭ সালে উত্তরপ্রদেশের বাঙ্গেরমউ কেন্দ্রের চার বারের বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার ও তাঁর ঘনিষ্ঠ শশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন এক নাবালিকা। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে ২০১৮ সালের এপ্রিল মাসে কুলদীপ সেঙ্গারকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সেঙ্গারকে দোষী সাব্যস্ত করে আদালত এবং তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়। গত মঙ্গলবার দিল্লি হাইকোর্ট বিজেপি বহিষ্কৃত বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের যাবজ্জীবন কারাবাসের সাজা মকুব করার পরই দেশজুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ, মানবাধিকার সংগঠন থেকে শুরু করে প্রতিবাদী কণ্ঠ। এরই মধ্যে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে অবস্থান বিক্ষোভে শামিল হন নির্যাতিতা নিজে এবং তাঁর মা। বিক্ষোভস্থল থেকেই কুলদীপের জামিন নিয়ে ভয়াবহ আশঙ্কার কথা প্রকাশ করেন নির্যাতিতা। তাঁর স্পষ্ট বক্তব্য, কুলদীপ মুক্তি পেলে তাঁর প্রাণ সংশয় রয়েছে। কান্নাভেজা কণ্ঠে তিনি বলেন, “কুলদীপ মুক্তি পাওয়ায় আমরা ভীত। ও-ই আমার বাবাকে খুন করিয়েছে।” পরবর্তীতে তাঁর জামিনের প্রশ্নে বিতর্ক তৈরি হলে, তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। এখন আদালতের রায়ের দিকে তাকিয়ে দেশবাসী। এই মামলার শুনানি আবারও উন্নাও কাণ্ডকে নতুন করে জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। প্রসঙ্গত, কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চলাকালীন এক রহস্যজনক ঘটনায় নির্যাতিতার পরিবারের উপর নেমে আসে ভয়াবহ বিপর্যয়। আচমকাই একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় তাঁর পরিবারের দুই সদস্যের। তাঁদের মধ্যে একজন ছিলেন নির্যাতিতার বাবা। ওই দুর্ঘটনায় গুরুতর জখম হন নির্যাতিতা নিজে এবং তাঁর আইনজীবীও। সেই সময় থেকেই এই ঘটনাকে নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ তুলে আসছে নির্যাতিতার পরিবার। সম্প্রতি ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ চলাকালীন ফের সেই ঘটনার কথা তুলে ধরেন নির্যাতিতা। তিনি জানান, আজও সেই ট্রাক দুর্ঘটনার দুঃস্বপ্ন তাঁকে তাড়া করে বেড়ায়। তাঁর অভিযোগ, প্রভাবশালী অভিযুক্ত জামিন পেলে আবারও একই ধরনের বিপদ নেমে আসতে পারে।