যাত্রী সুবিধা বৃদ্ধির লক্ষ্যে আসানসোল স্টেশনে “মোবাইল আনরিজার্ভড টিকিটিং সিস্টেম” চালু করল পূর্ব রেলের আসানসোল ডিভিশন!
নিজস্ব সংবাদদাতা : পূর্ব রেলের আসানসোল ডিভিশন স্টেশনে চালু করল "মোবাইল আনরিজার্ভড টিকিটিং সিস্টেম"(M-UTS)। এই উদ্যোগের লক্ষ্য হল আরও দক্ষ এবং ব্যবহারকারী-বান্ধব টিকিটিং অভিজ্ঞতা প্রদান করা, যা যানজট কমাতে এবং যাত্রীদের সময় বাঁচাতে সাহায্য করবে।১ মে, আসানসোল স্টেশনে আনুষ্ঠানিকভাবে এই ব্যবস্থা চালু করা হয়, বুকিং অফিসের বিপরীতে অবস্থিত দ্বিতীয় শ্রেণীর অপেক্ষা কক্ষে M-UTS-এর মাধ্যমে অসংরক্ষিত টিকিট ইস্যু করা হয়। এই কৌশলগত অবস্থানটি যাত্রীদের সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে, যারা তাড়াহুড়ো করে এবং দীর্ঘ লাইন এড়াতে পছন্দ করেন। যাত্রীদের এই নতুন পদ্বতিতে টিকিট কাটার পূর্ণ সদ্ব্যবহার করতে উৎসাহিত করছে রেল কর্তৃপক্ষ।