বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কলকাতার জ্ঞানমঞ্চে অনুষ্ঠিত হল নবম তম The Legend Of Bengal অ্যাওয়ার্ড অনুষ্ঠান

গতকাল ছিল বিশ্ব মানবাধিকার দিবস, মানবাধিকার হলো সেই সব মৌলিক অধিকার, যেগুলি থেকে জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে কোনো মানুষকে বঞ্চিত করা যায়না। ১০ ই ডিসেম্বর দিনটি পালিত হয় বিশ্ব মানবাধিকার দিবস হিসাবে, প্রতিবছরের ন্যায় এই বছরও অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর পক্ষ থেকে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কলকাতার জ্ঞানমঞ্চে অনুষ্ঠিত হয় নবম তম The Legend Of Bengal অ্যাওয়ার্ড অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর চেয়ারম্যান বুম্বা মুখার্জী এবং হিউম্যান রাইটসের অন্যান্য কর্মকর্তারা, এদিন হিউম্যান রাইটসের পক্ষ থেকে The Legend Of Bengal অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় সঙ্গীত শিল্পী জোজো,অভিনেতা রজতাভ দত্ত, ভরত কল, সাগ্নিক সাতরা, গৌরব চট্টোপাধ্যায়, মেয়র ইন কাউন্সিল ও বিধায়ক দেবাশিস কুমার, অভিনেত্রী সৌমিলি বিশ্বাস, কাঞ্চনা মৈত্র, লাজবন্তি রায়, পাপিয়া অধিকারী, অঙনা রায় সহ আরো অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব। সন্মানিত অতিথিদের হাতে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর উদ্যোগে ৯ তম লিজেন্ড অফ বেঙ্গল অ্যাওয়ার্ড ২০২৩ সন্মান (স্বারক ও উত্তরীয়) তুলে দেন চেয়ারম্যান বুম্বা মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান আব্দুল সেলিম, প্রেসিডেন্ট শুভাশিস গুহ সহ আরো অনেক। এক সাংবাদিক সন্মেলনে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর চেয়ারম্যান বুম্বা মুখোপাধ্যায় জানালেন আমরা ৯ বছর ধরে গরীব দুস্থ মানুষদের অধিকার নিয়ে কাজ করছি। সারা ভারতে আমরা কাজ করে চলেছি। গত সাড়ে ৫ বছর ধরে আসানসোলে ১৫০ জন মানুষকে প্রতিদিন রাতে খাবার পৌঁছে দিচ্ছি। আমাদের নানা সদস্য দিন রাত এক করে নানা মানুষের বিভিন্ন সমস্যা সমাধান করে চলেছেন।এছাড়াও গোটা বছর জুড়েই নানান জনহিতকর কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থাকে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর প্রতিনিধিরা ।