বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের আখরাসাল ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো ফুটবল মেলা

আবারো প্রমাণ করে দিল গ্রামের মেয়ে হলেও ছেলেদের থেকে পিছিয়ে নেই তারা, দর্শক ভর্তি মাঠে দু পায়ের খেলা দেখিয়ে দর্শকদের মন কারলো লাবনী, সুন্দরী, প্রিয়াঙ্কা, মল্ল্লিকারা। আজ বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের আখরাসাল ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো ফুটবল মেলা । এই ফুটবল খেলা দেখতে অগণিত গ্রামের মহিলা থেকে পুরুষ সকলেই খেলা দেখতে অংশগ্রহণ করেন কারণ মহিলা ফুটবল খেলা। গ্রাম বাংলার অলিতে গলিতে বাঙালির শ্রেষ্ঠ খেলা ফুটবল খেলা, সেই খেলা দেখাল এবার মহিলারা এবার সেই দু পায়ের কেরামতি দেখাতে সেই ফুটবলে এবার মহিলাদের দাদাগিরি দেখল আখরা সালের মানুষ। বাঁকাদহ BHRA ভার্সেস জয়রামবাটী সারদা গার্লস, এই দুটি দলের এক ঘন্টার হাড্ডাহাড্ডি লড়াই চললেও দুটি দলই কোন দলকেই গোল করতে পারেনি খালি হাতেই ফিরতে হয় দুটি দলকে। অবশেষে ট্রাইবেকিংয়ে হার হয় বাকাদহর, জয়ী হয় জয়রামবাটি। তবে যাই হোক বাঁকুড়া জেলার ছেলেমেয়েরা যে কোনো দিক দিয়ে পিছিয়ে নেই তা আরো একবার প্রমাণ করল। তার কারণ একটাই এই দুটি দলের খেলোয়াড়দের মধ্যে অনেকেই কলকাতা লিগে পর্যন্ত খেলে এসেছেন এই বাঁকুড়ার মেয়েরাই। কি বলছেন এই খেলাধুলা কে কেন্দ্র করে আখরাসাল সংকল্প ক্লাবের সম্পাদক অর্থাৎ আদরের মাস্টারমশাই সম্মানীয় স্বরূপ ঘোষ। এবং দুটি দলের মহিলা খেলোয়ারেরা চলুন শোনাবো আপনাদের। বাঁকুড়ার পাত্রসায়ের আখরা সাল থেকে রঞ্জিত কুন্ডুর রিপোর্ট সংবাদ দর্পণ।