ভূমি সংস্কার দপ্তরে নথি উধাও!
নিজস্ব প্রতিবেদন : জেলার বৃহত্তম ব্লকে ভূমি দপ্তরের কার্য্যতঃ কোন অস্তিত্ব নেই অখন্ড মেদিনীপুরের বৃহত্তম ব্লক নারায়নগড়। ১৬টি গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে এই বৃহত্তম ব্লক। ব্লকের ভূমি দপ্তর বেলদায়। গত এক মাসে ৩জন ভূমি দপ্তরের আধিকারিক বদলি হলেন, তবুও ভূমি সংক্রান্ত নথি, রেকর্ড সহ ভূমি সংশ্রান্ত নানাবিধ সমস্যায় জেরবার মানুষ। প্রায় ৫০-৬০ মাইল দূর থেকে কাজের জন্য এসে ভূমি দপ্তরে কাজ না পেয়ে হতাশ হয়ে ফিরছেন মানুষ। বিক্ষুব্ধ মানুষ প্রায় প্রতিদিনই সরকারী কাজের অগ্রগতি নিয়ে নানা প্রশ্ন তুলছেন। শোনা যাচ্ছে, প্রায়ই অফিসের ভূমি সংক্রান্ত নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। দপ্তরের কর্মীরাও জানাচ্ছেন রেকর্ড, ফাইল হারিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে অসাধু উপায়ে আর্থিক লেনদেনের বহর বাড়ছে। ব্লক প্রশাসনিক ভবন সংলগ্ন এই অফিস এখন মানুষের কাছে আতংকের হয়ে দাঁড়িয়েছে।