কারামন্ত্রীর পর এবার বিষ্ণুপুরের বিধায়কের চালকল ও অফিসে আয়কর হানা

নিজস্ব প্রতিবেদন :  সপুত্র কারামন্ত্রীর পর এবার আয়কর দফতরের নজরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক। বিজেপি থেকে তৃণমূলে যাওয়া বিষ্ণুপুরের বিধায়কের চালকল ও অফিসে আয়কর হানা (Income Tax Raid)। বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের চালকল ও অফিসে তল্লাশি।২০২১-এর ৩০ অগাস্ট বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দেন তন্ময় ঘোষ। বিষ্ণুপুর হাইস্কুল মোড়ে লজ রয়েছে বিধায়ক তন্ময় ঘোষের। এদিন সেখানেই তাঁর অফিসে যান আয়কর দফতরের অফিসাররা। বিষ্ণুপুরের চূড়ামণিপুরে বিধায়ক তন্ময় ঘোষের পরিবারের একটি রাইস মিল রয়েছে। তন্ময় ঘোষের রাইস মিলেও যান আয়কর আধিকারিকরা। আয়কর হানার বিষয়ের জানা নেই, দাবি বিষ্ণুপুরের বিধায়কের।বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের মদের দোকান, বার এবং চালকের মালিক। এদিন সকালে প্রথমে তাঁর বাড়ি, দপ্তর এবং মদের দোকানে হানা দেয় আয়কর আধিকারিকরা। এর পর চূড়ামণিপুরের চালকলেও শুরু হয় তল্লাশি। জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনী দপ্তর, মদের দোকান এবং চালকল ঘিরে রেখেছে। চালকলের আয়ব্যয়ের হিসেব খতিয়ে দেখার পাশাপাশি সমস্ত ফাইল খতিয়ে দেখছে ৭-৮ জনের একটি দল। মদের দোকানের লেদার বুকও পরীক্ষা করে দেখছেন আয়কর দপ্তরের কর্তারা। জানা গিয়েছে, বিধায়ক কলকাতায় রয়েছেন। সূত্রের খবর, বিধায়কের চালকলে  রেশনের প্রচুর সামগ্রী রাখা থাকে বলে খবর।