উত্তর প্রদেশ এটিএস বারাণসী থেকে এক পাকিস্তানি গুপ্তচরকে গ্রেফতার করল!
নিজস্ব সংবাদদাতা : ২২শে মে বৃহস্পতিবার উত্তর প্রদেশ এটিএস পাকিস্তানি গুপ্তচরবৃত্তির অভিযোগে বারাণসী থেকে এক যুবককে গ্রেফতার করে। ধৃতের নাম তুফাইল। সূত্রের খবর, ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত তথ্য তুফাইল পাচার করত পাকিস্তানে। পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরেক-ই- লাব্বাইকের সদস্য মৌলানা শাহ রিজভির ভিডিয়ো পাওয়া গিয়েছে তুফাইলের ফোনে।তদন্তে জানা গিয়েছে, রাজঘাট, মনো ঘাট, জ্ঞানব্য়াপী মসজিদ, লালকেল্লা ও বিভিন্ন রেলওয়ে স্টেশনের ছবি তুলে পাকিস্তানে পাঠাত। বারাণসীতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পাকিস্তানি এজেন্টদের লিঙ্কম্যান হিসাবে কাজ করত তুফাইল।এটিএস এক বিবৃতিতে জানিয়েছে, নিষিদ্ধ পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-লাব্বাইকের নেতা মাওলানা শাহ রিজভির ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছেন বলে অভিযোগ রয়েছে। সেই সাথে বার্তায় ‘গাজওয়া-ই-হিন্দ’, বাবরি মসজিদ ধ্বংসের প্রতিশোধ এবং ভারতে শরিয়া আইন বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।