প্রয়াগ রাজে মহা কুম্ভ মেলা!

নিজস্ব প্রতিবেদন :  এ বার ১৩ জানুয়ারি থেকে প্রয়াগরাজে শুরু হচ্ছে মহাকুম্ভ। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ এক মাস ধরে চলবে এই মহাকুম্ভ। কুম্ভ মেলায় পবিত্র স্নান হল শাহী স্নান। প্রথম শাহী স্নান ১৪ জানুয়ারি মকর সংক্রান্তিতে। ২৯ জানুয়ারি মৌনি অমাবস্যায় দ্বিতীয় শাহী স্নানের তারিখ। ৩ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী, ৪ ফেব্রুয়ারি অচলা সপ্তমী, ১২ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতেও থাকছে শাহী স্নানের তারিখ। তবে পৌষ পূর্ণিমায় অনেকে পুণ্যস্নান করেন। সংক্রান্তির আগে সেজে উঠেছে গঙ্গাসাগরও। ডুব-সাগরে পুণ্য-ধন খুঁজতে এসেই চলেছে কাতারে কাতারে মানুষ। প্রায় আড়াই হাজার সিসি ক্যামেরা বসিয়ে চলছে নজরদারি। তীর্থ পর্যটনে এই ভক্ত-সমুদ্র মন্থন করে বাড়তি উপার্জনের আশায় উজ্জীবিত প্রয়াগের মাঝিরা। এক মাঝি বলেন, 'প্রশাসনের তরফে আমাদের আই কার্ড দেওয়া হয়েছে। যাতে পুণ্যার্থীরা স্নান সেরে নিরাপদে বাড়ি ফেরেন। আইন-কানুনের তরফে যা বলা হয়েছিল আমরা তার সব ব্যবস্থা করেছি।' প্রয়াগরাজ মহাকুম্ভ ২০২৫ এর আগে রবিবার ২ জানুয়ারি প্রয়াগরাজ সঙ্গমে লেজার শো ব্যবস্থা করা হয়েছে।