মোদী-বাইডেনের বৈঠকে কলকাতায় ‘সেমিকন্ডাক্টর কারখানা’!
নিজস্ব সংবাদদাতা : কলকাতায় এ বার তৈরি হতে পারে ‘সেমিকন্ডাক্টর কারখানা’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। রবিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতি জারি করে এ কথা জানানো হয়েছে। চতুর্দেশীয় অক্ষ বা ‘কোয়াড’ সদস্য রাষ্ট্রগুলির বৈঠকে যোগ দিতে আমেরিকায় গিয়েছেন মোদী। তার মাঝেই দুই দেশের রাষ্ট্রপ্রধানের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। সেই বৈঠকেই কলকাতায় ‘সেমিকন্ডাক্টর কারখানা’ তৈরির সম্ভাবনাময় দিক নিয়েও আলোচনা হয়েছে দু’পক্ষের। প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, এর ফলে দুই দেশেরই কর্মসংস্থান তৈরি হবে।বৈঠকের পরে ভারতীয় বিদেশ মন্ত্রক এবং হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা, নয়া প্রজন্মের টেলিযোগাযোগ, এবং পরিবেশ-বান্ধব শক্তির জন্য নতুন একটি সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন কারখানা গড়ে তোলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মোদী এবং বাইডেন। যা আধুনিক সেন্সর, যোগাযোগ ব্যবস্থার মতো বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করবে। ওই বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় সেমিকন্ডাক্টর মিশনের সহায়তায় ওই সেমিকন্ডাক্টর প্ল্যান্ট গড়ে তোলা হবে। ভারত সেমি, 3rdiTech ও মার্কিন স্পেস ফোর্সও সহায়তা করবে। চিপ তৈরি এবং গবেষণার ক্ষেত্রকে আরও প্রসারিত করবে গ্লোবালফাউন্ড্রিজ কলকাতার পাওয়ার সেন্টার। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে ভারতীয় বিদেশ মন্ত্রক এবং হোয়াইট হাউসের বিবৃতিতে তরফে জানানো হয়েছে।