Breaking News : বাংলাদেশকে প্রধানমন্ত্রী মোদীর হাতে ছেড়ে দিলাম- এমনই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশকে প্রধানমন্ত্রী মোদীর হাতে ছেড়ে দিলাম- এমনই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসলে বৃহস্পতিবার (স্থানীয় সময় অনুযায়ী) ওয়াশিংটন ডিসিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আগে ট্রাম্পের থেকে জানতে চাওয়া হয়েছিল যে বাংলাদেশের সংকটের নেপথ্যে আমেরিকার কোনও ভূমিকা আছে কিনা, আমেরিকা কোনও কলকাঠি নেড়েছিল কিনা। যে অভিযোগটা বিভিন্ন মহল থেকে মাঝেমধ্যেই শোনা যায়। যদিও সেই দাবি খারিজ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বাংলাদেশকে প্রধানমন্ত্রী মোদীর হাতে ছেড়ে দিলাম। ট্রাম্প বলেন, ‘এ ক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী (মোদি) দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্য বলতে, শত শত বছর ধরে এ বিষয়টি নিয়ে কাজ চলছে। কিন্তু আমি এটা প্রধানমন্ত্রীর (মোদির) ওপর ছেড়ে দিচ্ছি।