উত্তরকাশীর ধসে পড়া সিল্ককিয়ারা সুড়ঙ্গে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক!

নিজস্ব প্রতিবেদন : উত্তরকাশীর ধসে পড়া সিল্ককিয়ারা সুড়ঙ্গে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। তাঁদের উদ্ধারের জন্য দু-সপ্তাহ ধরে বিভিন্ন অত্যাধুনিক মেশিন দিয়ে খননকাজ চালানো হচ্ছে। অগার মেশিন বিকল হয়ে যাওয়ায় রবিবার থেকে হাতে করে খননকাজ শুরু হয়েছে। আর এই খননে উঠে আসা বিপুল বর্জ্য জমে নতুন বিপদের অশনিসংকেত দিচ্ছে। শুধু খননকাজে উঠে আসা বর্জ্য নয়, সুড়ঙ্গ নির্মাণের সময়ও বিপুল পরিমাণ বর্জ্য জমা হয়েছে। বলা ভাল, বর্জ্যের পাহাড় হয়ে গিয়েছে। আর এটাই নতুন বিপদ ডেকে আনতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করতে যেভাবে কাজ করা হচ্ছে, সেটা কাচের উপর দাঁড়িয়ে কাজ করার সামিল বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের এক সদস্য। ক্রমাগত পাহাড়ের কোলে খননকাজ চালানোর ফলে যে কোনও সময় পাহাড় যে কোনও চমক দেখাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এবার আরও এক আশঙ্কাবার্তা শোনালেন বিশেষজ্ঞরা।