ভারতের হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড বইয়ে নাম লেখালেন বরুণ চক্রবর্তী!

১০ ওভারে ৪২ রান দিয়ে ৫ উইকেট।

নিজস্ব প্রতিবেদন : ওডিআই ম্যাচ খেলতে নেমে অসাধারণ প্রদর্শন দেখালেন বরুন চক্রবর্তী । ভারতীয় দলের তারকা স্পিনার আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচে জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন। শেষ ম্যাচে (IND vs NZ) হর্ষিত রানার পরিবর্তে টিম ম্যানেজমেন্ট বরুন চক্রবর্তীকে সুযোগ দিয়েছিল। গুরুত্বপূর্ণ ম্যাচে রুদ্ধশ্বাস বোলিং প্রদর্শন দেখিয়ে ম্যাচ সেরার শিরোপা জয় করে নিয়েছেন তারকা স্পিনার। মাত্র একমাস আগেই বিসিসিআই যখন প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির দল প্রকাশ করেছিল তখন শীর্ষ ১৫ জনের তালিকায় নাম ছিল না বরুন চক্রবর্তীর। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ বোলিং প্রদর্শন দেখানোর পর টনক নড়ে ওঠে টিম ম্যানেজমেন্টের ও নির্বাচকদের।বরুণ একাই পাঁচ উইকেট নিয়েছেন। ২টি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। এছাড়া একটি করে উইকেট তুলে নিয়েছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল। স্পিনার বাদ দিলে একটি উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া।এদিন পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন বরুণ চক্রবর্তী।