২০১৪ সালের প্রাথমিকের নিয়োগ টেট দুর্নীতি মামলায় রায়—৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল রাখল মহামান্য কলকাতা হাইকোর্ট!

সেখ ওয়ারেশ আলী : ২০১৪ সালের প্রাথমিকের নিয়োগ টেট দুর্নীতি মামলায় রায়—৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল রাখল মহামান্য কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে জানিয়ে দেয়, প্রাথমিকে নিয়োগ প্রাপ্ত ৩২,০০০ শিক্ষকের চাকরিতে কোনও বাতিল করা যায় না।

২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সাল থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে মোট ৪২,৯৪৯ জন শিক্ষক চাকরি পান। কিন্তু নিয়োগে দুর্নীতি ও অস্বচ্ছতার অভিযোগ তুলে মামলা হয় হাইকোর্টে। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই অভিযোগে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়ে ছিলেন।

আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই নির্দেশ খারিজ করে জানায়—৯ বছর পর এত বড় সংখ্যায় চাকরি বাতিল হলে শিক্ষা ব্যবস্থায় গভীর বিপর্যয় তৈরি হবে। রায় ঘোষণার পরই মেদিনীপুরে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করা হয়।