অনলাইন পেমেন্টে প্রতারণার শিকার মধ্য প্রদেশে,ক্রেতারা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করলেও যাচ্ছে অন্য জায়গায়!
নিজস্ব প্রতিবেদন : বর্তমানে অনলাইন পেমেন্টেই যাবতীয় লেনদেন হয়। আর এই অনলাইন পেমেন্টের চক্করেই বাড়ছে প্রতারণার ঝুঁকি। এমন এক ঘটনা ঘটে মধ্য প্রদেশের অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র খাজুরাহো। এখানে আসেন অনেক ভ্রমণ পিপাসু মানুষ। চলে কেনা কাটাও। আর তাই দোকানগুলির বাইরে লাগানো থাকে কিউআর কোড। দোকানের বাইরে লাগানো সিসিটিভি ফুটেজ চেক করতেই চক্ষু চড়কগাছ ব্যবসায়ীদের। দেখেন রাতের অন্ধকারে একদল প্রতারক এসে দোকানের বাইরে লাগানো কিউআর কোডের উপরে অন্য QR Code সাঁটিয়ে দিচ্ছে। ফলে ক্রেতারা অনলাইনে টাকা দিলেও তা দোকানির অ্যাকাউন্টে না গিয়ে, যাচ্ছে প্রতারকদের অ্যাকাউন্টে। QR Code স্ক্যান করলে ছোটু তিওয়ারি নামক কোনও এক ব্যক্তির অ্যাকাউন্টে যাচ্ছে সমস্ত টাকা। অন্যদিকে স্থানীয় পুলিশ নিজেই তদন্ত শুরু করেছে।