শিক্ষক দিবসে মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে সর্বপল্লী রাধাকৃষ্ণণের মূর্তি উন্মোচন ও রক্তদান শিবির!

নিজস্ব প্রতিবেদন : মহান শিক্ষক দিবস উপলক্ষে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন সাড়ম্বরে পালিত হল শালবনির মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে। শিক্ষার্থীরা বিভিন্ন শ্রেণীত পাঠদানে অংশগ্রহণ করলো। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচিত হলো বিদ্যালয় প্রাঙ্গনে। উন্মোচন করলেন পশ্চিম মেদিনীপুর এর অতিরিক্ত জেলাশাসক কেম্পা হুন্নাইয়াহ, আই. এ. এস। তিনি কন্যাশ্রীদের বাল্যবিবাহ সম্পর্কে সচেতন করেন। শিক্ষার্থীদের উদ্দেশে উৎসাহব্যঞ্জক বক্তব্য রাখেন। উল্লেখ্য, সর্বপল্লী রাধাকৃষ্ণণ মহীশুরের যে মহারাজা কলেজে পড়াশোনা ও অধ্যাপনা করেছিলেন অতিরিক্ত জেলাশাসক সেই কলেজেই পড়াশোনা করেছিলেন। মঞ্চে বক্তৃতা করার সময় তিনি রক্তদানের ইচ্ছা প্রকাশ করেন এবং শিবিরে ৬০ তম রক্তদাতা হিসেবে রক্তদান করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণণের মূর্তিদাতা বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষক পরিমল মাহাত, শিক্ষারত্ন গৌতম বোস, শিক্ষিকা সুতপা বসু, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষক শিক্ষিকাবৃন্দ।বিদ্যাপীঠের ব্যবস্থাপনায় শিক্ষক সমাজকে সম্মান জানাতে ত্রয়োদশ বর্ষ রক্তদান উৎসব আয়োজিত হয়। রক্তদান শীর্ষক একটি ফোল্ডার এদিন প্রকাশিত হলো।সবশেষে শিক্ষার্থীদের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী নাচ, গান, আবৃত্তি, বক্তব্য পরিবেশন করে। প্রধান শিক্ষক প্রসূনকুমার পড়িয়া জানান, 'শিক্ষার্থীদের উৎসাহিত করতেই আমাদের এই আয়োজন। শিক্ষাথীদের নিয়ে সর্বপল্লী রাধাকৃষ্ণণের জীবন এবং শিক্ষক, দার্শনিক ও রাষ্ট্রনায়ক রাধাকৃষ্ণণ শীর্ষক প্রবন্ধ এবং রাধাকৃষ্ণণের ছবি আঁকা প্রতিযোগিতা হয়।'