বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন বিতরকের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তে জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন মেদিনীপুর জেলা জর্জ আদালতের আইনজীবীরা!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন বিতরকের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন মেদিনীপুর জেলা জর্জ আদালতের আইনজীবীরা। শুক্রবার মেদিনীপুর জেলা জর্জ আদালতের আইনজীবীদের স্বাক্ষরিত এই আবেদনপত্র মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো হবে বলে জানিয়েছেন অন্যতম আইনজীবী তীর্থঙ্কর ভকত।
তিনি জানান, মেদিনীপুরের ইতিহাসকে বিকৃত করে মেদিনীপুরের বিপ্লবীদের সন্ত্রাসবাদি তকমা দিয়ে যে অন্যায় করেছেন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের কর্মরত অধ্যাপকেরা, তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। তাই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে আমরা উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানাবো।। প্রয়োজনে আমরা এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হবো।