ভিনেশ ফোগাট CAS(কোর্ট অব আরবিট্রেশন)-এ আবেদন জানিয়েছেন!
নিজস্ব প্রতিবেদন : ভারতের প্রথম মহিলা কুস্তিগির হিসেবে অলিম্পিকের ফাইনালে উঠেছিলেন বিনেশ ফোগাট। প্যারিসে ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে উঠে ইতিহাস গড়েন। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাতে ফাইনাল নিশ্চিত করেন বিনেশ ফোগট। যদিও বুধবার হতাশা অপেক্ষা করছিল। ওজনের কারণে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। ফাইনালের আগে তাঁর ওজন দেখা যায় ৫০ কেজি ১০০ গ্রাম। উল্লেখ্য, মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকায় অলিম্পিক থেকে ডিসকোয়ালিফাই করা হয় ভিনেশকে। তাঁকে কোনও পদক দেওয়া হবে না বলেও জানিয়ে দেয় বিশ্ব কুস্তি সংস্থা। বিশ্ব কুস্তি সংস্থার নিয়মকে হাতিয়ার করেই আবেদন জমা করা হয়েছে CAS-এ। কোর্ট অব আরবিট্রেশন (CAS) জানিয়েছে, বৃহস্পতিবার অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে।